বিষয়বস্তুতে চলুন

২০২২–২৩ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড
তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২ – ৬ অক্টোবর ২০২২
অধিনায়ক হেইলি ম্যাথিউস সোফি ডিভাইন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান হেইলি ম্যাথিউস (৮৮) অ্যামেলিয়া কের (৯৮)
সর্বাধিক উইকেট কারিশমা রামহরক (৫)
হেইলি ম্যাথিউস (৫)
জেস কের (৫)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৪–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান হেইলি ম্যাথিউস (১১৯) ম্যাডি গ্রিন (১০৬)
সর্বাধিক উইকেট অ্যাফি ফ্লেচার (৬)
হেইলি ম্যাথিউস (৬)
ফ্র্যান জোনাস (৭)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ২০২২ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[] সিরিজের সবগুলো ম্যাচ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[] ওডিআই ম্যাচগুলো ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[][]

ওডিআই সিরিজটি প্রাথমিকভাবে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ফিওনার প্রকোপের কারণে সফরের সূচিতে পরিবর্তন আনা হয় ও প্রথম ওডিআই ম্যাচটি ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।[]

ওডিআই সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[] ৪–১ ব্যবধানে টি২০আই সিরিজেও নিউজিল্যান্ড জয়লাভ করে।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 ওয়েস্ট ইন্ডিজ  নিউজিল্যান্ড
ওডিআই[] টি২০আই[] ওডিআই ও টি২০আই[১০]

৪র্থ টি২০আই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের টি২০আই দলে শামিলিয়া কনেলকে যোগ করা হয়, এবং একই সাথে জানিলিয়া গ্লাসগো ও ম্যান্ডি মাংরুকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[১১]

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
১৯ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৬৮/৭ (৩৫ ওভার)
 নিউজিল্যান্ড
১৫৯/৫ (৩৩ ওভার)
শিনেল হেনরি ৪৪ (৩৪)
ফ্র্যান জোনাস ২/২২ (৭ ওভার)
সুজি বেটস ৫১ (৬৫)
হেইলি ম্যাথিউস ৩/২৮ (৭ ওভার)
নিউজিল্যান্ড ৫ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুজি বেটস (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৩৫ ওভারে খেলা হয়।
  • আলোকস্বল্পতার কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • ইসাবেলা গেজ (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ২, ওয়েস্ট ইন্ডিজ ০।

২য় ওডিআই

[সম্পাদনা]
২২ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৬৯/৯ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
১৭১/৮ (৪০.১ ওভার)
হেইলি ম্যাথিউস ৪৬ (৮২)
ইডেন কারসন ৩/৩১ (৮ ওভার)
ম্যাডি গ্রিন ৪৮ (৭৮)
কারিশমা রামহরক ৩/২২ (৬ ওভার)
নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও দানেশ রামধানি (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাডি গ্রিন (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইডেন কারসন (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ২, ওয়েস্ট ইন্ডিজ ০।

৩য় ওডিআই

[সম্পাদনা]
২৫ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৮ (৪৮.১ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৬৯/৬ (৪৩.৪ ওভার)
লরেন ডাউন ৫৩ (৭৮)
হেইলি ম্যাথিউস ২/২৩ (১০ ওভার)
স্তাফানি টেলর ৫১* (৮৯)
জেস কের ৩/২৯ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: কার্ল টাকেট (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্তাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ২, নিউজিল্যান্ড ০।

টি২০আই সিরিজ

[সম্পাদনা]

১ম টি২০আই

[সম্পাদনা]
২৮ সেপ্টেম্বর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১১৫ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১১৪/৯ (২০ ওভার)
আলিয়াহ অ্যালেইন ৪৯ (৩৭)
অ্যামেলিয়া কের ৩/১৬ (৪ ওভার)
হানা রো ২৭* (২১)
শিনেল হেনরি ৩/২৬ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১ রানে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: কার্ল টাকেট (ওয়েস্ট ইন্ডিজ) ও শ্যানন ক্রফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রাশাদা উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

[সম্পাদনা]
১ অক্টোবর ২০২২
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১০৭/৫ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১০৮/৪ (১৯.৫ ওভার)
কিশোনা নাইট ৪২ (৪৮)
হেইলি জেনসেন ৩/২৪ (৪ ওভার)
সুজি বেটস ৫৪ (৬১)
চেরি-অ্যান ফ্রেজার ১/১৩ (২.৫ ওভার)
নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও শ্যানন ক্রফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুজি বেটস (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

[সম্পাদনা]
২ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৯৩/৯ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
৯৪/৫ (১৮.৪ ওভার)
হেইলি ম্যাথিউস ৩০ (২৮)
ফ্র্যান জোনাস ৩/১৬ (৪ ওভার)
ম্যাডি গ্রিন ৪৯* (৪৫)
হেইলি ম্যাথিউস ৪/১২ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: কার্ল টাকেট (ওয়েস্ট ইন্ডিজ) ও দানেশ রামধানি (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাডি গ্রিন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই

[সম্পাদনা]
৫ অক্টোবর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১১১/৪ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১১/৯ (২০ ওভার)
শেডিন নেশন ২৩ (২৮)
সোফি ডিভাইন ৩/২৯ (৪ ওভার)
ম্যাচ টাই (নিউজিল্যান্ড সুপার ওভারে জয়ী)
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও দানেশ রামধানি (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই

[সম্পাদনা]
৬ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১০১/৮ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১০২/৫ (২০ ওভার)
হেইলি ম্যাথিউস ৫৬ (৫৪)
সুজি বেটস ৩/১০ (৩ ওভার)
ম্যাডি গ্রিন ৩২* (২৯)
শাবিকা গজনবি ১/৮ (১ ওভার)
নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: কার্ল টাকেট (ওয়েস্ট ইন্ডিজ) ও শ্যানন ক্রফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাডি গ্রিন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মলি পেনফোল্ড (নিউজিল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "West Indies Women to host New Zealand for three ODIs and five T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  2. "West Indies Women to host New Zealand Women in Antigua"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  3. "Jess Kerr, Penfold, Down return for New Zealand's tour of West Indies"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২ 
  4. "Natasha McLean, Sheneta Grimmond return to West Indies squad for New Zealand ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ 
  5. "Storm Fiona impact: West Indies vs New Zealand ODI series to now start on September 19"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  6. @windiescricket। "WI take the victory in the final CG United ODI!" (টুইট)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২টুইটার-এর মাধ্যমে। 
  7. "Collapse sees West Indies suffer another defeat in Antigua"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২ 
  8. "West Indies name new-look squad for upcoming ODI series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ 
  9. "Sheneta Grimmond replaces injured Stafanie Taylor in West Indies T20I squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  10. "Kerr return headlines New Zealand squad for West Indies tour"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২ 
  11. "The West Indies Women Squad has been selected for the 4th and 5th T20Is v New Zealand Women in Antigua"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]